গাজা সিটিতে ইসরায়েলের বর্ধিত স্থল হামলা শুরু

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রস্থল গাজা সিটিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে ব্যাপক পরিসরে স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, এ অভিযানে অংশ নিচ্ছে তাদের দুটি বড় ডিভিশন—১৬২ ও ৯৮ নম্বর—যাদের সম্মিলিত সেনাসংখ্যা ২০ হাজারের বেশি।
স্থল হামলার আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিমান ও ড্রোন থেকে ফেলা বোমা ও মিসাইলের আঘাতে শহরটির অধিকাংশ উচ্চ ভবন ধ্বংস হয়ে গেছে। এই হামলার প্রেক্ষাপট তৈরি করতেই শহরটির আশপাশে অবস্থান নেয় ইসরায়েলি বাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা সিটিতে বর্তমানে ১৬২ ও ৯৮ নম্বর ডিভিশন অবস্থান করছে এবং তারা হামলার পরিধি আরও বাড়াচ্ছে। শিগগিরই ৩৬ নম্বর ডিভিশনও অভিযানে যোগ দেবে বলে জানানো হয়, যার ফলে শহরে মোতায়েন ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে।
এদিকে, গাজা সিটিতে স্থল হামলার আগে সোমবার রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ব্যাপক বোমাবর্ষণ চালায়। এতে শহরটির অবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ে।
প্রসঙ্গত, গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর গাজা সিটিতে হামলা শুরুর আগে ইসরায়েল বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও, এখনো প্রায় ৬ লাখ মানুষ শহরে রয়ে গেছেন। যুদ্ধ শুরুর আগে শহরটিতে বাস করতেন প্রায় ১০ লাখ মানুষ।
ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান, গাজা সিটিতে হামাসের প্রায় তিন থেকে চার হাজার যোদ্ধা অবস্থান করছে।
অন্যদিকে, যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে পারলে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হবে। তবে এই অভিযানে জিম্মিদের জীবনহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা।
১১২ বার পড়া হয়েছে