সর্বশেষ

জাতীয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার ওসমান হাদির জানাজা
যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরল শরিফ ওসমান হাদির মরদেহ
দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের, ট্রাভেল পাস হাতে পেলেন
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ শনিবার দেশে আসছে
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
হাদি হত্যার প্রতিবাদে নড়াইল ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
জাতীয়

শুক্রবার দেশের ২৫৬ কেন্দ্রে হবে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি (এমসিকিউ ভিত্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচালিত হবে। এই আট বিভাগ হলো—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সোমবার (১৬ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯:৩০ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ সময়ের পর গেট বন্ধ করে দেওয়া হবে এবং দেরিতে আসা কেউ প্রবেশ করতে পারবে না।

পরীক্ষার্থীদের আসনবিন্যাস, সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে পাওয়া যাবে। পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হবে।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রবেশপত্রে উল্লেখিত তথ্য ও ছবির সাথে হাজিরা তালিকার ছবি এবং স্বাক্ষর মিলিয়ে দেখানো হবে। কোনো ধরণের অসঙ্গতি পাওয়া গেলে প্রার্থিতার বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ও উত্তরপত্রে চারটি সেট থাকবে (১, ২, ৩ ও ৪)। পরীক্ষার্থীরা যে সেট নম্বর পেয়েছেন, সেই সেটের প্রশ্নপত্র ও উত্তরপত্র গ্রহণ করবেন।

পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা এবং পরীক্ষা চলাকালে কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও কঠোরভাবে জানানো হয়েছে, বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা নিষেধ। প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। নিষিদ্ধ সামগ্রী সঙ্গে থাকলে বা নকলের সাথে যুক্ত থাকলে প্রার্থিতার বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক এবং প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। অন্য প্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় মঞ্জুর থাকবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে কমিশনের ওয়েবসাইট থেকে পুনরায় ডাউনলোড করা যাবে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যারা ইংরেজি ভার্সনে পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আলাদা আসন ও প্রশ্নপত্র রয়েছে। তাদের কোনোভাবেই ভার্সন পরিবর্তনের সুযোগ নেই এবং নির্ধারিত কেন্দ্রেই ইংরেজি ভার্সনের পরীক্ষা দিতে হবে।

যেকোনো অনিয়ম, গরমিল বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতার বাতিলসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন