সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, ভাঙনের আশঙ্কা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে যমুনার পানি ১১.৫৩ মিটার উচ্চতায় রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। যদিও এটি এখনো বিপৎসীমার ১.২৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

একইভাবে জেলার কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টেও একই দিনে পানির সমতল ১১.৫৩ মিটার রেকর্ড করা হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। বর্তমান প্রবাহ বিপৎসীমার ১.৩৭ মিটার নিচে রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, কয়েকদিন পানির স্তর কম থাকলেও এখন আবার ধীরে ধীরে পানি বাড়ছে। তবে এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও তিনি জানান।

তবে পানি বাড়ার ফলে নদীর পাড়ঘেঁষা বসতি ও কৃষিজমির জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতি বছর পানি ওঠানামার সময় যমুনা পাড়ে তীব্র ভাঙন দেখা দেয়। এতে ঘরবাড়ি ও জমিজমি হারানোর শঙ্কা দেখা দেয়

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন