সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছেন অবসরপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক।

মামলাটি বর্তমানে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বিচারাধীন রয়েছে।

সাতক্ষীরা পৌরসভার বাঁকাল এলাকার বাসিন্দা এবং কারা বিভাগের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা শেখ আব্দুল অমিক গত ১৪ আগস্ট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত প্রাথমিকভাবে কোর্ট ফি দাখিলের নির্দেশ দিলে, ১০ সেপ্টেম্বর তা জমা দেন বাদীপক্ষ। পরবর্তীতে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিপক্ষকে সমন ইস্যুর নির্দেশ দেন এবং আগামী ৭ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন একটি স্মারকের মাধ্যমে শেখ আব্দুল অমিককে দেশের সকল কারাগারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। সংশ্লিষ্ট চিঠিটি দেশের প্রতিটি কারাগারে পাঠানো হয় বলে দাবি করা হয়েছে।

বাদীর অভিযোগ, এ সিদ্ধান্তের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে। একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে এইভাবে নিষিদ্ধ করা অবৈধ এবং অযৌক্তিক। বিষয়টি নিয়ে তিনি ১৮ মে কারা মহাপরিদর্শকের কাছে লিখিত প্রতিবাদপত্র পাঠান এবং পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশও প্রদান করেন। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে অবশেষে আদালতের শরণাপন্ন হন তিনি।

২৩ বছর ধরে দেশের বিভিন্ন কারাগারে দায়িত্ব পালন করা শেখ আব্দুল অমিক ২০১১ সালের ২৯ এপ্রিল অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর কখনও কখনও কারা প্রশাসনের অনিয়ম নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করলেও, সবসময়ই তিনি প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় সচেষ্ট ছিলেন বলে দাবি করেন।

সাতক্ষীরা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল বলেন, “কারা মহাপরিদর্শক কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি আদালতে তুলে ধরা হবে।” তিনি জানান, মামলাটি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় চলবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন