সর্বশেষ

সারাদেশ

বেনাপোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের বেনাপোলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু শাহিন হোসেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকার মুকুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে শার্শা উপজেলায় কাজ শেষে মোটরসাইকেলে করে বেনাপোল ফিরছিলেন চয়ন ও শাহিন। বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চয়ন হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহিন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন