সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় দুই নারীসহ ২৮ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে কোনো ঘুষ, দালাল বা সুপারিশ ছাড়াই বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেলেন সাতক্ষীরা জেলার ২৮ জন প্রার্থী।

এর মধ্যে রয়েছেন দুইজন নারী প্রার্থীও। আরও ৬ জন রয়েছেন অপেক্ষমাণ তালিকায়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার বলেন, “নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঘুষ, তদবির কিংবা অন্য কোনো অনিয়ম ছাড়াই প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। যারা উত্তীর্ণ হয়েছেন, তারা নিজেদের যোগ্যতা দিয়েই সফল হয়েছেন।” তিনি অসফল প্রার্থীদের ভবিষ্যতে আরও প্রস্তুতি নিয়ে আবারও আবেদন করার পরামর্শ দেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) বিমল কৃষ্ণ মল্লিক। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অংশগ্রহণকারী প্রার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ পাওয়া দুই নারী প্রার্থীর মধ্যে একজন হলেন তালা উপজেলার নগরঘাটা এলাকার সাবিকুন্নাহার লিজা, যিনি পিতৃহীন হয়ে মামার সংসারে বড় হয়েছেন। তিনি বলেন, “পুলিশে চাকরি পেয়ে আমি অনেক খুশি। ইনশাআল্লাহ, এবার মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো।”

এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৯০০ জন আবেদন করেন, পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৪০০ জন। প্রাথমিকভাবে উত্তীর্ণ হন ৩৩৫ জন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৮ জন এবং মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৬ জন। এর মধ্য থেকে ২৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং ৬ জন রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন