সর্বশেষ

জাতীয়আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম
হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী ভারতে পলাতক: ডিএমপি
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা গুরুতর, সংকটময় সময় পার করছেন: মেডিকেল বোর্ড
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াল এনবিআর
সারাদেশপটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের মনোনয়নপত্র দাখিল
বগুড়ার সোনাতলায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ ব্যক্তি আটক
ঘাটাইলে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন ওবায়দুল হক নাসির
ইতালি পাচারকালে যুবক হত্যার ঘটনায় দালালদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে খুন নিহত
আন্তর্জাতিকতাইওয়ানের উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শুরু
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
সারাদেশ

ভাঙ্গায় আজও অবরোধ, দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দাবি পূরণে ব্যর্থ হয়ে ফরিদপুরের ভাঙ্গায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। এর ফলে ঢাকাসহ দক্ষিণবঙ্গের অন্তত ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

সকাল থেকেই বিভিন্ন স্থানে আটকে আছে শত শত দূরপাল্লার যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। একই সময় মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এবং সুয়াদী পাম্প সংলগ্ন এলাকায় গাছের গুড়ি ফেলে অবরোধ গড়ে তোলেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন ৩ দিনের সময় নিয়েও তাদের দাবি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের অবরোধে যায় তারা।

অবরোধের ফলে আটকে পড়া যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। খুলনাগামী ট্রাকচালক মালেক শেখ বলেন, “সকালেই পদ্মা সেতু পেরিয়ে মুনসুরাবাদ পৌঁছানোর পর ট্রাক আটকে দেওয়া হয়। মোংলা বন্দরের দিকে যাচ্ছিলাম, এখন মাঝপথে আটকে আছি।”

বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী কামাল মোল্লা, হাসান শরীফ ও হেমায়েত মাহমুদ জানান, অবরোধের বিষয়টি তারা জানতেন না। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে দীর্ঘপথ হেঁটে বা ভ্যানে করে যেতে হচ্ছে। পরিবারসহ ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। তবে তারা ভাঙ্গাবাসীর দাবিকে সমর্থন জানান।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। অবরোধকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, হাইওয়ের ৪টি পয়েন্টে অবরোধ চলছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবারও একই দাবিতে ৯ ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন