সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক : চিকিৎসক
বিজয় দিবসে আকাশে লাল-সবুজের গৌরব, ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড
রাজধানীতে বিজয় র‍্যালি, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়ির সামনে কর্মসূচি পালন
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
৫৫তম মহান বিজয় দিবস আজ
বিজয় দিবসে বিভাজন ও হিংসা পরিহারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের
সারাদেশবিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে মানুষের ঢল, শ্রদ্ধায় মুখর
সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন
আন্তর্জাতিকবিজয় দিবসে মোদির পোস্টে অনুপস্থিত বাংলাদেশের নাম
১৯৭১-এর বিজয় দিবস স্মরণে বিবৃতি দিল ভারতের সেনাবাহিনী
মরক্কোর সাফিতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
খেলাআইপিএল নিলামে ইতিহাস গড়লেন ক্যামেরন গ্রিন, সর্বোচ্চ দামি বিদেশি খেলোড়ায়
জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে ৩৮তম ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটদানের কার্যক্রম। এর আগে নির্ধারিত কেন্দ্রে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়, যা গণমাধ্যম ও প্রার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়।

সকাল সাড়ে সাতটায় আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খোলা হয় এবং উপস্থিত সবাইকে দেখিয়ে সিলগালা করা হয়। এ সময় কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ব্যালট বাক্স সম্পূর্ণ ফাঁকা রেখে সিলগালা করা হয়েছে। ভোট শেষে বাক্স খোলা হবে এবং ভোট গণনা হবে।

নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন হল ও কেন্দ্র থেকে ভোট প্রদান করবেন। সিনেট ভবনে ভোট দেওয়া হবে হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের। সেখানে মোট ভোটার সংখ্যা ৪,৮৩০ জন। ভোটারদের মধ্যে রয়েছে ছাত্র ও ছাত্রী, যাদের মধ্যে ছাত্রী ১৮,৯৫৯ জন এবং ছাত্র ২০,৯১৫ জন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী, যার মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। এছাড়াও হল সংসদ নির্বাচনে ১৮ টি হলে মোট ২৩৪ পদে লড়ছেন ১,০৩৫ প্রার্থী। ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন, যা ১৩টি হলে বিভক্ত, এবং ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫, যা ৫টি হলে।

প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে, যা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে। ভোটগ্রহণ প্রক্রিয়া ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে অনুষ্ঠিত হবে। ফলাফল গণনা হবে ১৪টি কেন্দ্রে ৮টি গণনা মেশিনের মাধ্যমে, এবং ফল প্রকাশের কার্যক্রম হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন সংগঠনের প্রার্থী, যেমন ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ স্বতন্ত্র প্রার্থী। ভিপি ও জিএস পদে অনেক নারী প্রার্থীও অংশ নিচ্ছেন এই লড়াইয়ে।

বিশেষ কেন্দ্রগুলোতে ভোট প্রদান করবেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। সিনেট ভবনে ভোট দিচ্ছেন স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মুহসীন ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা। সেখানে মোট ভোটার সংখ্যা ৪,৮৩০। কার্জন হলে ভোটার সংখ্যা ৫,৭৭ জন, যেখানে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এছাড়াও অন্যান্য কেন্দ্রগুলোতেও ব্যাপক উৎসাহে ভোটগ্রহণ চলছে।

প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ফলাফল ঘোষণা করা হবে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন