কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারা পল্টনে অবস্থিত নিজেদের দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে কাকরাইলে জাপার কার্যালয়ে হামলা চালানো হয়।
জাপার ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরবর্তী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। এ সময় ভেতরে ও বাইরে প্রায় শতাধিক নেতাকর্মী অবস্থান করছিলেন। রাত সাড়ে ৭টার দিকে দুই থেকে আড়াইশ জনের একটি মিছিল এসে কার্যালয়ে হামলা চালায়। তারা নিচতলায় আগুন ধরিয়ে দেয় এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। হামলাকারীরা দোতলায় ওঠারও চেষ্টা করে।
জাপার এক কর্মী জানান, কার্যালয়ের তিনটি কক্ষের মধ্যে দুটি পাঠাগারে থাকা সব বই আগুনে পুড়ে গেছে। হামলার কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, “হঠাৎ একদল লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। ভেতরের কিছু আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। দ্রুত খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে।”
ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রমনা থানার সামনে গিয়ে আবার কার্যালয়ে ফিরে আসে।
উল্লেখ্য, এর আগেও গত ৩০ আগস্ট গণঅধিকার পরিষদের মিছিলকে কেন্দ্র করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ হয়। ওই দিনও কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
১২৬ বার পড়া হয়েছে