কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আল্লারদর্গা বাজারের নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোগলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শে দেশকে স্বাধীন করেছিলেন, সেই আদর্শ ও গণতন্ত্র রক্ষায় বিএনপি দীর্ঘদিন ধরে আপোষহীনভাবে সংগ্রাম করে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে মন্তব্য করেন তারা।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, সহ-সভাপতি শামিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, হোগলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান লস্কর, দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আল্লারদর্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
১৬৮ বার পড়া হয়েছে