দেশি মাটিতে বিদেশি ফল: আব্দুল্লাহর আনার বাগানে লাখ টাকার স্বপ্ন

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের তরুণ উদ্যোক্তা সোহেল রানা আব্দুল্লাহ বিদেশি জাতের আনার চাষ করে দেখিয়েছেন সাফল্যের নতুন দিগন্ত।
২০২১ সালে ইউটিউবে একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ভারতীয় 'ভাগওয়া' জাতের ৯১টি আনার চারা সংগ্রহ করে এক বিঘা জমিতে রোপণ করেন তিনি।
দুই বছর পর গাছে ফুল আসে এবং এখন পুরো বাগান ভরে গেছে লালচে-সবুজ রঙের আকর্ষণীয় ফল দিয়ে। প্রতিটি গাছে ৩০ থেকে ৮০টি পর্যন্ত আনার ধরছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ বাগান দেখতে আসছেন।
স্থানীয় কৃষক আজিজুল হক বলেন, "প্রথমে আমরা ভাবিনি আনারের গাছ এখানে হবে। এখন ফল দেখে অবাক হচ্ছি।"
এক দর্শনার্থী কলেজছাত্র আশিকুর রহমান বলেন, "ফেসবুকে ছবি দেখে এসেছি। মনে হচ্ছে যেন কোনো বিদেশি ফলের বাগান।"
উদ্যোক্তা আব্দুল্লাহ বলেন, "শুরুর দিকে অনেকেই নিরুৎসাহিত করেছিল। তবে আমি হাল ছাড়িনি। আশা করছি এ বছরই দেড় থেকে দুই লাখ টাকার আনার বিক্রি করতে পারব। ভবিষ্যতে আরও জমিতে আনার চাষের পরিকল্পনা আছে।"
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, "আনার বাংলাদেশের জন্য নতুন একটি সম্ভাবনাময় ফল। আমাদের পক্ষ থেকে এমন উদ্যোগে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।"
আব্দুল্লাহর সফলতায় গ্রামের মানুষ এখন আনার চাষে আগ্রহী হয়ে উঠছে। শুরুতে যারা সন্দিহান ছিলেন, তারাও এখন উৎসাহ পাচ্ছেন এই চাষে। ফলে ঝিনাইদহের কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
১৬৪ বার পড়া হয়েছে