সর্বশেষ

সারাদেশ

১ সপ্তাহে ৬০ টন পেঁয়াজ আমদানি, দাম বাড়ার সম্ভাবনা নেই

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল প্রতিনিধি

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে। গত এক সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই পথে।

সর্বশেষ চালানটি পৌঁছায় সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে, যেখানে একটি ট্রাকে আসে ১৫ টন পেঁয়াজ। পরদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এই চালানটি খালাস করেন আমদানিকারক। এর আগে ২৫ আগস্ট প্রথম চালানে আসে ১৫ টন এবং ২৮ আগস্ট দ্বিতীয় চালানে দুটি ট্রাকে আসে ৩০ টন পেঁয়াজ।

পেঁয়াজ আমদানির এই প্রক্রিয়া চালাচ্ছে এস এম ওয়েল ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান। বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানিয়েছেন, মান পরীক্ষা শেষে প্রতিটি চালানের পেঁয়াজ খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, নতুন করে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় এই পথে পণ্য চলাচলে নতুন গতি এসেছে। আমদানিকৃত এসব পেঁয়াজ ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়েছে।

ব্যবসায়ীদের বরাত দিয়ে জানা গেছে, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে ইতোমধ্যেই স্থানীয় বাজারে দাম কমতে শুরু করেছে। প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য ধরা হয়েছে ৩০৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭,৪২৯ টাকা। সে অনুযায়ী, প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। মানভেদে খুচরা বাজারে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, “দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য রক্ষায় আগে আমদানি বন্ধ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভারতও রফতানি বন্ধ করে দেয়। বর্তমানে দেশে মজুত পর্যাপ্ত থাকলেও বাজারে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছিল। এই অবস্থায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, যাতে বাজারে স্থিতিশীলতা আসে।”

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়, যার প্রভাব পড়েছিল দেশের বাজারে। তবে এবার আমদানির মাধ্যমে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন