ভারতে আটককৃত ১৪ বাংলাদেশিকে বিজিবি'র কাছে হস্তান্তর

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক ১৪ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত ওই পতাকা বৈঠকে ভারতীয় আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম নেতৃত্ব দেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ টহল দল ১৪ বাংলাদেশিকে আটক করে। পরে রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ ও পিরোজপুর জেলার জিয়ানগরের ১৩ জন এবং সাতক্ষীরা জেলার একজন। এদের মধ্যে শিশুসহ একাধিক নারী-পুরুষ রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাস করে দিনমজুরের কাজ করতেন। সম্প্রতি বেঙ্গালুরুতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানের মুখে তারা সপরিবারে পশ্চিমবঙ্গের কলকাতায় চলে আসেন। সেখান থেকে শনিবার রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
ফেরত আসা মিজানুর রহমান শেখ ও আরমান মৃধা গণমাধ্যমকে জানান, বেঙ্গালুরুতে থাকা কঠিন হয়ে পড়ায় বাধ্য হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। তবে স্বাভাবিক পথে দেশে ফেরা সম্ভব না হওয়ায় তারা আত্মসমর্পণ করে বিএসএফের মাধ্যমে দেশে ফেরেন।
বিজিবি তাদেরকে গ্রহণ করে আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ফেরত আসা ১৪ জনকে থানায় এনে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবারের জিম্মায় তাদের হস্তান্তর করা হবে।
১৩২ বার পড়া হয়েছে