আগারগাঁওয়ে তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের অবরোধ

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো—
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ শুধুমাত্র কৃষিবিদদের জন্য বরাদ্দ রাখতে হবে।
২. বিএডিসির কোটা বাতিলসহ, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কেউ ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) রাতে এক বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপে বিষয়টি জানানো হয়।
সড়ক অবরোধ চলমান থাকায় আগারগাঁও এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
১২৫ বার পড়া হয়েছে