শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ‘অগ্রহণযোগ্য' : বুয়েট ভিসি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে উপাচার্য এ মন্তব্য করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়। আজ যখন তারা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাচ্ছিল, তখন পুলিশ নির্মমভাবে আক্রমণ চালিয়েছে।”
উল্লেখ্য, দুপুর দেড়টার দিকে তিন দফা দাবিতে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। একপর্যায়ে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকজন সাংবাদিকসহ অনেক শিক্ষার্থী আহত হন।
ভিসি জানান, “পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। বুয়েট প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এখনও কয়েকজন শিক্ষার্থী ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন।”
তিনি আরও বলেন, চলমান সংকট নিরসনে তিনি, প্রো-ভিসি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন। ওই বৈঠকের ফলস্বরূপ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তবে现场ে উপস্থিত শিক্ষার্থীরা ‘কমিটি মানি না’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ওই কমিটি প্রত্যাখ্যান করে। তারা জানান, কমিটি যদি প্রকৃত সমাধানে আগ্রহী হয়, তবে তাদের আন্দোলনকারীদের কাছে এসে সরাসরি কথা বলতে হবে।
এদিকে, পূর্বঘোষিত তিন দফা দাবি থেকে সরে এসে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, সরকারের গঠিত কমিটি তারা প্রত্যাখ্যান করছেন।
এর আগে, বেলা ১১টার দিকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
১৫১ বার পড়া হয়েছে