৫ দফা দাবি প্রকৌশল শিক্ষার্থীদের, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বহু

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ডিপ্লোমা প্রকৌশলীদের "প্রকৌশলী" পদবি ব্যবহার না করাসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনে উত্তাল দেশের প্রকৌশল শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি চলাকালে পুলিশের বাধায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার জেরে সংঘর্ষ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন করে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এসব দাবি তুলে ধরেন।
নতুন পাঁচ দফা দাবি:
১. শিক্ষার্থীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
২. সরকার ঘোষিত তদন্ত কমিটি বাতিল করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে।
৩. পূর্বঘোষিত তিন দফা দাবি মেনে নিয়ে তা নির্বাহী আদেশে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
৪. আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ সরকারকে বহন করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. আন্দোলনকারী রোকনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবি।
জুবায়ের আহমেদ বলেন, “সরকার গঠিত প্রজ্ঞাপনভিত্তিক কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি। প্রকৌশল শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আর কোনো হামলা সহ্য করা হবে না।”
পূর্বের তিন দফা দাবি ছিল:
নবম গ্রেডের প্রকৌশল (সহকারী প্রকৌশলী) পদে নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের সুযোগ দিতে হবে।
কোটা বা সমমানের পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না।
দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের জন্য নিয়োগ পরীক্ষা উন্মুক্ত করতে হবে।
পাশাপাশি, বিএসসি ডিগ্রি না থাকলেও “প্রকৌশলী” পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
শিক্ষার্থীদের দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
১৩৬ বার পড়া হয়েছে