সর্বশেষ

রাজনীতি

জামায়াতের সঙ্গে নয়, অন্য দলের সঙ্গে জোটের আলোচনা চলছে বিএনপি'র

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট গঠনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তবে ইসলামী ঘরানার কয়েকটি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন নির্বাচনী সমঝোতার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির এই শীর্ষ নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে জোট করার প্রশ্নই আসে না। তবে যুগপৎ আন্দোলনে যারা অংশ নিয়েছিল, তাদের সঙ্গে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা রয়েছে। এমনকি আগামীর সরকারেও তারা অংশ নিতে পারেন।”

তিনি আরও জানান, কয়েকটি ইসলামী দল ইতোমধ্যে আলোচনায় রয়েছে এবং তাদের সঙ্গে একটি যৌথ রাজনৈতিক অবস্থান তৈরি হতে পারে। যদিও এসব আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

নির্বাচন নিয়ে বিভ্রান্তির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “রমজান শুরুর এক সপ্তাহ আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে। এই সময়সীমা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াতে পারে, এটি তাদের নিজস্ব কৌশল। কেউ নির্বাচনে না এলে সেটি তাদের সিদ্ধান্ত। তবে যারা বাহানাবাজি করে নির্বাচন বয়কট করবে, তারা ভবিষ্যতের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।”

নির্বাচনকে কেন্দ্র করে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিতে পারে।”

এ সময় জুলাই মাসে প্রকাশিত ‘জাতীয় সনদ’ নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, “সনদে উল্লেখিত কিছু বিষয় বিএনপির কাছে অযৌক্তিক মনে হয়েছে। আমরা বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনের আলোচনায় তুলে ধরবো। সংবিধানের বাইরে গিয়ে কোনো প্রস্তাব বিএনপি গ্রহণ করবে না।”

সাংবিধানিক সংস্কারের প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এসব সংস্কার বাস্তবায়ন করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে বিএনপির অবস্থান স্পষ্ট করে সালাহউদ্দিন বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হয়েছে। বিএনপি চায় না এ নিয়ে নতুন কোনো জটিলতা তৈরি হোক। ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়টিও আলোচনার টেবিলে থাকবে।”

 

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন