সর্বশেষ

জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসুবিধা নেই: ড. জাম্ব্রি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ বা কর্মসংস্থানের সুযোগ নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া খবরকে "মিথ্যা ও ভিত্তিহীন" বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির।

শনিবার এক সরকারি বিবৃতিতে তিনি জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত, চুক্তি বা সমঝোতা হয়নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাস দেওয়ার বিষয়ে কোনো আলোচনা বা সম্মতি দেওয়া হয়নি।”

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে কেদাহ রাজ্যের উচ্চশিক্ষা ও বিনিয়োগবিষয়ক চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহ দাবি করেছিলেন, এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী ড. জাম্ব্রি বলেন, “এই ধরনের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। বিশেষ করে উচ্চশিক্ষা সম্পর্কিত বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক।”

তিনি আরও বলেন, “একজন অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি হিসেবে হাইম হিলমানের উচিত ছিল সত্য, নির্ভরযোগ্য এবং যাচাই করা তথ্যের ভিত্তিতে কথা বলা।”

ড. জাম্ব্রি সতর্ক করে বলেন, “ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কনটেন্ট তৈরি করা এক দুর্ভাগ্যজনক প্রবণতা, যা এখনই বন্ধ হওয়া উচিত।”

উল্লেখ্য, সম্প্রতি হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি দাবি করেন যে, মালয়েশিয়ায় অবস্থানরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এ দাবির পটভূমিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিষয়টি নিয়ে উচ্চশিক্ষামন্ত্রী এ ব্যাখ্যা দেন।

ড. জাম্ব্রি তার বক্তব্যে আবারও জোর দিয়ে বলেন, “শিক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে সততা, নির্ভুলতা ও বাস্তবতার প্রতিফলন থাকা জরুরি। গুজব বা অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত প্রচার করা উচিত নয়।”
 

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন