সর্বশেষ

খেলা

হোয়াইট হাউসে বিশ্বকাপ উন্মাদনা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হোয়াইট হাউস।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এই বিশেষ আয়োজনে ঘোষণা করা হলো ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্রয়ের দিন-তারিখ, সঙ্গে ছিল নানা চমক।

ফিফার ইতিহাসে প্রথমবার, তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—একসঙ্গে আয়োজন করতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। ৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, ম্যাচগুলো হবে ১৬টি ভিন্ন শহরে।

ওভাল অফিসে সাক্ষাতের সময় ফিফা সভাপতি ইনফান্তিনো উপহার হিসেবে ট্রাম্পের হাতে তুলে দেন আসন্ন বিশ্বকাপের মূল ট্রফি। মজার ছলে তিনি বলেন, “এটা শুধু বিজয়ীদের জন্য, আর আপনি একজন বিজয়ী। তাই আপনি এটা ছুঁতে পারেন। শেষবার এই ট্রফি তুলেছিলেন লিওনেল মেসি, ২০২২ সালের বিশ্বজয়ী।”

ট্রফি হাতে নিয়ে ট্রাম্পও রসিকতা করে বলেন, “আমি কি এটা রেখে দিতে পারি? আমার মনে হয় না আমি এটা ফেরত দেব।” তিনি হোয়াইট হাউসের এক কোণ দেখিয়ে বলেন, “সেখানেই এটা ভালোভাবে মানাবে।”

ট্রাম্পকে দেওয়া হয় বিশ্বকাপ ২০২৬-এর প্রথম টিকিটও, যেখানে লেখা ছিল ‘প্রথম সারি, প্রথম আসন’। টিকিটে দেখা যায় একটি বিশেষ নম্বর: ৪৫/৪৭, যা ইঙ্গিত করে ট্রাম্পের পরিচিতিকে—যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং সম্ভাব্যভাবে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে।

বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে, আগামী ৫ ডিসেম্বর।

অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি ক্রিস্টি নোম। নিজের স্লোগান লেখা লাল ক্যাপ পরে ট্রাম্প জানান, “ট্রাম্প সব কিছুর ব্যাপারে ঠিকই বলেছিলেন।”

বিশ্বকাপের প্রাক-উত্তাপ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। হোয়াইট হাউসের এই আয়োজনে সেই উন্মাদনায় যোগ হলো নতুন মাত্রা।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন