সরকার চাপ দিলে পদত্যাগ করবো : সিইসি নাসির উদ্দিন

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের পক্ষ থেকে যদি কোনো অনৈতিক চাপ আসে, তবে তিনি সঙ্গে সঙ্গেই পদত্যাগ করবেন।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “আমরা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন আগের মতো নয়—এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের ওপর কোনো চাপ আসেনি। তবে যদি কোনো দিন সরকারের পক্ষ থেকে নিজের মতো করে কাজ করতে বলা হয়, আমি সেই মুহূর্তেই পদ ছেড়ে দেবো। এটা আমার গ্যারান্টি।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তার মধ্য থেকে অতীতের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। “যারা নিজেরা অনিয়মে জড়িয়েছেন, তাদের দায়িত্বে রাখা হবে না,” বলেন সিইসি।
নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি জানান, আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে, নির্বাচনী সামগ্রী কেনাকাটা শুরু হয়েছে এবং ভোটকেন্দ্রের সীমানা নির্ধারণের খসড়াও প্রকাশ করা হয়েছে। রোববার থেকে সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানি শুরু হবে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে সিইসি বলেন, “আনুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন সংবিধানে নেই। আইন না বদলানো পর্যন্ত বর্তমান পদ্ধতিতেই নির্বাচন হবে।” তিনি এ বিষয়কে রাজনৈতিক বিতর্ক হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমরা এর মধ্যে যেতে চাই না।”
নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে নাসির উদ্দিন বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি অংশ হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, “ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখা বন্ধ করুন। কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে। যারা অস্ত্র দেখিয়ে জিততে চায়, তাদের জন্য এবার দুঃসংবাদ রয়েছে।”
১৩৬ বার পড়া হয়েছে