শার্শায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ৮ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করেছে। আটকরা হলেন বিভিন্ন জেলার ৫ নারী ও ৩ পুরুষ।
বিজিবি সূত্রে জানা যায়, ১৯ আগস্ট রাত সাড়ে সাতটার সময় গোগা বিওপির টহলদল গোগা গাজীপাড়া এলাকার সালামের মোড় থেকে আট জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে চেষ্টা করতে দেখে। বিজিবি উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে টহলদল তাদের আটক করে।
আটকরা হলেন: ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং হাবিবুর রহমান (৩৩)। হাবিবুর রহমান ওই ব্যক্তিদের সীমান্ত পারাপারের জন্য নিজের অটোরিকশায় নিয়ে যাচ্ছিলেন, যিনি এক পাচারকারী হিসেবে শনাক্ত হয়েছেন।
আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা বৈধ পাসপোর্ট বা কোনো অনুমোদন ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহলদল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে এবং সীমান্তবর্তী জনগণকে সচেতন ও প্রেষণা প্রদান করছে।
আটককৃত ব্যক্তিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১৫০ বার পড়া হয়েছে