বৃষ্টির কাছে হার মানল সাকিবদের ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিপিএল ২০২৫–এর উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স ও সেন্ট লুসিয়া কিংস। টস পর্যন্ত গড়ালেও, শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হলো ম্যাচটিকে।
সেন্ট লুসিয়ার মাঠে সকাল থেকেই বিরাজ করছিল বৃষ্টির বাগড়া। মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম। তবে ঠিক টসের পরপরই ফের নামে বৃষ্টি, আর সেখানেই থেমে যায় ম্যাচের সম্ভাবনা।
ভক্তদের হতাশ করলেন না, কিন্তু মাঠেও নামতে পারলেন না সাকিব
প্রথম দুই ম্যাচে ফর্মহীন থাকলেও, এদিন মূল একাদশে ছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রত্যাশা ছিল মাঠে ফিরে ঘুরে দাঁড়াবেন তিনি। কিন্তু বৃষ্টি কেড়ে নিল সেই সুযোগ।
কয়েক দফা মাঠ পরিদর্শন করে শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে উভয় দলই ১ করে পয়েন্ট পায়।
সিপিএলের পয়েন্ট টেবিলে পরিবর্তন
এই ম্যাচ দিয়েই এবারের আসরে যাত্রা শুরু করে সেন্ট লুসিয়া কিংস। অন্যদিকে, অ্যান্টিগা তিন ম্যাচে একটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ নিয়ে কিছুটা এগিয়ে থাকল।
অধিনায়কদের বক্তব্যে প্রতিফলন
ম্যাচের আগে সেন্ট লুসিয়ার অধিনায়ক ডেভিড উইসে বলেন, “অনেক বড় দায়িত্ব নিতে হচ্ছে। ফ্যাফ ডু প্লেসিস দারুণ একটি ভিত্তি গড়ে দিয়েছেন। আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
অন্যদিকে, অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম জানান, “বৃষ্টির কারণে উইকেটে কিছুটা সাহায্য থাকবে। আমরা চাই প্রতিপক্ষকে আন্ডার-পার স্কোরে আটকে রাখতে।”
তবে শেষ পর্যন্ত আবহাওয়া জিতল, আর খেলাধুলা পরাজিত হলো প্রকৃতির সামনে।
১০৮ বার পড়া হয়েছে