বিমান দুর্ঘটনা : ৮ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি স্কুল কর্তৃপক্ষের

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার আজ রবিবার স্কুল কর্তৃপক্ষের কাছে ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দিতে গেলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৭ আগস্ট) দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্কুলের সামনে অবস্থান নেন। দীর্ঘসময় অপেক্ষার পরও স্কুল কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ করেনি বলে অভিযোগ করেন নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমার মামা লিয়ন মীর।
পরে দুপুর দেড়টার দিকে একাডেমিক ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের ৮ দফা দাবি:
১. দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা।
২. মাইলস্টোনসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করা।
৩. সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।
৪. স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ কোটি এবং আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে জরিমানা প্রদান।
৫. রানওয়ের পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অন্যত্র সরিয়ে নেওয়া অথবা রানওয়ের স্থান পরিবর্তন।
৬. কোচিং বাণিজ্যে জড়িত প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা।
৭. দুর্ঘটনার সময়কার স্কুলের সিসিটিভি ফুটেজ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেখানো।
৮. বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনবসতিহীন এলাকায় সরিয়ে নেওয়া।
১১০ বার পড়া হয়েছে