সর্বশেষ

জাতীয়

বর্ণিল আয়োজনে চমকের অভিষেক, উৎসবমুখর রাজধানীর আর্কাইভস ভবন

মুন্সী তরিকুল ইসলাম, ঢাকা
মুন্সী তরিকুল ইসলাম, ঢাকা

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর আগারগাঁও এর অফিসপাড়া এলাকায় অবস্থিত আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর বর্ণিল সাজে সেজেছিলো শনিবার, ১৬ আগস্ট। আর্কাইভস ভবন ও মিলনায়তন প্রাণের হাজারো মানুষের উপস্থিতিতে যেনো এ দিন হয়ে ওঠে একখন্ড বৃহত্তর কুষ্টিয়া।

সেখানে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় সক্রিয় বিভিন্ন পেশাজীবীদের সংগঠন ’বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম ঢাকার’ (চমক) ২০২৫-২০২৬ মেয়াদি নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা শুরু হয়েছে সংগঠনটির নতুনভাবে পথ চলার।

নগরীর কর্মময় ও একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত পেশাজীবিরা দিনব্যাপী মেতেছিলেন এ উৎসবে। আর্কাইভস ভবনে দিনটি পরিণত হয় অন্যরকম এক মিলনমেলায়। আর্কাইভস ভবনের পুরো এলাকাটি আকর্ষণীয় বর্ণিল সাজে সাজিয়েছিলেন নবগঠিত উপদেষ্টা ও পরিষদ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ২০২৫ এর প্রস্তুতি কমিটির সদস্য সচিব এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম।

পতিত স্বৈরাচার ও দালাল দোসরদের পতনের পর এবারই প্রথম জমজমাট এবং উৎসবমুখর পরিবেশে অর্ধদিনব্যাপী বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম ঢাকার এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আনন্দঘন বিভিন্ন আয়োজনে অর্ধ দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। শুরুতেই রেজিস্ট্রেশনের পর সকালের নাস্তা এবং এরপর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় মূল আনুষ্ঠানিকতা। সংগঠনের নবনির্বাচিত সভাপতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে এ আনন্দময় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পদ্মা পাড়ের জেলা কুষ্টিয়া। পদ্মা-গড়াইয়ের তীরে অবস্থিত বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা অবহেলিত এবং পিছিয়ে পড়া এলাকা। এ এলাকা উন্নয়নের জন্য বৃহত্তর কুষ্টিয়া অফির্সাস কল্যাণ ফোরামসহ অন্যান্য এ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে জোরালো ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। জুলাই ২৪ এর শহীদ এবং যোদ্ধারা যে উদ্দেশ্যে তাদের জীবন, রক্ত ও অঙ্গ কুরবানী করেছেন, তা বাস্তবায়নের জন্য আমাদের শপথ নিতে হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কর কমিশনার ও অভিষেক প্রস্ততি কমিটি ২০২৫ এর আহবায়ক সনজিত কুমার বিশ্বাস। এর পর ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ৭৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করেন অভিষেক অনুষ্ঠান ২০২৫ এর প্রস্তুত কমিটির সদস্য সচিব এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম।

শেরে-বাংলা নগরের সারিসারি সরকারি অফিস অধ্যুষিত এলাকা আগারগাঁও এ শরৎকালের রঙ, ভালোবাসা, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল বৃহত্তর কুষ্টিয়াবাসীর রাজধানীবাস জীবনের আনন্দ জয়গানে।

ঢাকাস্থ মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতিসহ আরো অনেক বিশিষ্টজন সভায় বক্তব্য রাখেন। আয়োজকরা বলেন, এই অভিষেক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং অনুষ্ঠানের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্দেশ্যঃ
বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন, যা কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত।

ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো:
১. ভ্রাতৃত্ব ও নেটওয়ার্ক বৃদ্ধি করা-বৃহত্তর কুষ্টিয়ার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তোলা

২. কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা-সদস্য ও তাঁদের পরিবারের জন্য সহায়তা ও সুযোগ তৈরি করা

৩. সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নকে উৎসাহিত করা-শিক্ষা, সংস্কৃতি, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখা

৪. কৃতী সদস্যদের সম্মাননা প্রদান ও পেশাগত উন্নযনের সুযোগ সৃষ্টি করা এবং

৫. কর্মকর্তাদের সঙ্গে সামাজিক সেতুবন্ধন রচনা- যাতে বৃহত্তর কুষ্টিয়ার ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয়।

ফোরাম বিশ্বাস করে যে ঐক্য, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে বৃহত্তর কুষ্টিয়ার কর্মকর্তারা জাতীয় পর্যায়ে পেশাগত উৎকর্ষতা ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার নবগঠিত কমিটির এই অভিষেক অনুষ্ঠানে রাজধানীতে বসবাসরত বৃহত্তর কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক, সামজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন