সর্বশেষ

সারাদেশ

ভোলাগঞ্জে পাথর লুট: ১৫০০ জনের বিরুদ্ধে মামলা, আটক ৫

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার সাদা পাথর লুটপাট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১,৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। বিষয়টি আজ শনিবার (১৬ আগস্ট) সকালে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

ওসি জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে পাথর চুরির ঘটনায় জড়িত সন্দেহে এবং বাকি দুইজনকে চেকপোস্টে একটি ডাম্প ট্রাকে সাদা পাথর বহনের সময় আটক করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে অনুমোদনহীনভাবে গেজেটভুক্ত কোয়ারি এলাকা থেকে সাদা পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। তবে এখনো অভিযুক্তদের সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, পাথর চুরি ও লুটপাটে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন