সারজিস আলমের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি নেতা ফজলুর রহমান কর্তৃক জুলাই মাসের গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এনসিপির ধামরাই উপজেলা শাখা।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করেন, “যখন দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন যারা নিজে থেকে রাজনৈতিক ময়দান থেকে ছিটকে পড়েছে, তারা এখন আবার নতুন করে কণ্ঠরোধের অপচেষ্টায় নেমেছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা কারো পক্ষেই সফল হয়নি, এবারও হবে না।”
নেতারা আরও বলেন, “যারা দীর্ঘ ১৭ বছরেও নিজেদের দলের নেতার বাড়ির সামনে থেকে একটি বালির ট্রাক সরাতে পারেনি, তারাই এখন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা গণআন্দোলন দেখে ঈর্ষান্বিত হয়ে কটাক্ষ করছে। এই অপচেষ্টা ব্যর্থ হবে।”
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে সারাদেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, ধামরাই উপজেলার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানম ও উজ্জ্বল হোসেন, উপজেলা কমিটির সদস্য অধ্যাপক সামিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৫৫ বার পড়া হয়েছে