সর্বশেষ

সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ ৮ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি  
মানিকগঞ্জ প্রতিনিধি  

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী (এপিএস) আমিনুর রহমান সেলিমসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

গ্রেফতার আমিনুর রহমান সেলিম মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের বাসিন্দা। তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ মালেকের এপিএস ছিলেন।

অন্য গ্রেফতারকৃতরা হলেন—আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া। তারা সকলেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

ওসি আমান উল্লাহ জানান, আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়।

তিনি আরও জানান, এদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পূর্বে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের আদালতে তোলা হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন