সর্বশেষ

সারাদেশ

সাদা পাথর লুট: অনুসন্ধানে মাঠে দুদক, সত্যতা মিলেছে লুটপাটের

সিলেট প্রতিনিধি
সিলেট প্রতিনিধি

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথর এলাকায় নজিরবিহীন পাথর লুটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে নয় সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে দুদক। অনুসন্ধানে লুটপাটের ঘটনার সত্যতা মিলেছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদকের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, “সরেজমিন পরিদর্শনে আমরা লুটপাটের প্রমাণ পেয়েছি। এখন তদন্ত চলছে—কারা জড়িত, প্রশাসনের কোনো ভূমিকা ছিল কি না, কিংবা কোনো প্রকার সহায়তা দেওয়া হয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, “স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পুরো বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে। প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গত দুই সপ্তাহে এলাকার বিভিন্ন স্থান থেকে গণহারে পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, কয়েক হাজার কোটি টাকার সাদা পাথর অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে, যা পর্যটনকেন্দ্রটিকে বিরাণভূমিতে পরিণত করেছে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়েছে বিএনপি। ইতোমধ্যে তার সব পদ স্থগিত করা হয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন