ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়: অর্থ উপদেষ্টা

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঋণখেলাপিরা যেন জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে কড়া অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ‘ইপি পেনশন’ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে এখানে বড় বাধা হয়ে দাঁড়ায় আদালতের স্টে অর্ডার। মহীউদ্দীন খান আলমগীর তো এই ইস্যুতে প্রায় পাঁচ বছর সময় পার করে দিয়েছিলেন।”
একইসঙ্গে, আগামী জাতীয় নির্বাচনে কালো টাকা ব্যবহারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ জানান, কালো টাকার উৎপত্তি এবং ব্যবহারের প্রক্রিয়া— এই দুইটি দিকেই নজর দেওয়া জরুরি।
তিনি বলেন, “আগে ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, পত্রিকার মালিক, এমনকি ফ্ল্যাটের মালিকও একই ব্যক্তি হতেন। এখন সে চিত্র কিছুটা বদলেছে। বর্তমানে কিছুটা হলেও চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠিত হয়েছে।”
রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে অর্থনৈতিক শৃঙ্খলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনৈতিক নেতারা টাকার বিনিময়ে নমিনেশন ও ভোট দেওয়ার সংস্কৃতি চালু রাখেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকেও খুব বেশি কিছু করা সম্ভব নয়।”
১১১ বার পড়া হয়েছে