সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ আগস্ট) জেলার সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত অঞ্চল থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, মদ ও বিভিন্ন প্রকার ঔষধ। তবে অভিযানের সময় বিজিবি কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।
কোথা থেকে কী জব্দ হলো:
সদর উপজেলা:
তলুইগাছা: ১৫ বোতল ভারতীয় মদ
ঘোনা: ২৮,০০০ টাকার ঔষধ
পদ্মশাখরা: ১,০৫,০০০ টাকার ঔষধ
কালিয়ানী: ২৮,০০০ টাকার শাড়ি
গাজীপুর ও কুশখালী: ৭০,০০০ টাকা করে ঔষধ
কলারোয়া উপজেলা:
চান্দুড়িয়া: ২০ বোতল মদ
হিজলদি ও ঝাউডাঙ্গা: যথাক্রমে ৩৫,০০০ ও ৭০,০০০ টাকার পণ্য
কাকডাঙ্গা (গেড়াখালী ও কেড়াগাছি): ৪,৯০,০০০ টাকার ঔষধ
ব্যাটালিয়ন সদর (ভবানীপুর): ৫২,৫০০ টাকার শাড়ি
সর্বমোট জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১০,০১,৫০০ টাকা।
বিজিবির বক্তব্য
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন,
"চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।"
তিনি আরও জানান, এসব চোরাচালানের মাধ্যমে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে।
পরবর্তী ব্যবস্থা
জব্দকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। আর মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে জনসম্মুখে ধ্বংসের উদ্দেশ্যে বিজিবির স্টোরে সংরক্ষিত রাখা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে