গবেষণার মানোন্নয়নে পাবিপ্রবিতে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে ‘রিভিউ হিট প্রজেক্ট, পাষ্ট’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ কর্মশালায় শিক্ষকদের গবেষণায় দক্ষতা ও মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন ও পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন,
“আগামীর বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ। সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবে আমাদের শিক্ষক সমাজ। তাঁদের গবেষণা, শিক্ষা এবং জ্ঞানচর্চার মাধ্যমে জাতি উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের গবেষণায় মনোনিবেশ করতে হবে। পড়তে হবে, লিখতে হবে এবং সৃষ্টিশীল চিন্তা দিয়ে জাতিকে পথ দেখাতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান,
“পাবিপ্রবির তরুণ শিক্ষকরা গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছেন। সীমাবদ্ধ বাজেটেও আমরা গবেষণার সংস্কৃতি গড়ে তুলছি। লক্ষ্য একটাই—আন্তর্জাতিক মানের গবেষণায় নেতৃত্ব দেওয়া।”
অধ্যাপক ড. শামীম আহসান বলেন,
“নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমবার হিট প্রজেক্টে পাবিপ্রবির অন্তর্ভুক্তি আমাদের জন্য গর্বের বিষয়। মানসম্মত প্রজেক্ট প্রোপোজাল তৈরি করে আরও বড় গবেষণায় অংশ নেওয়া আমাদের লক্ষ্য।”
অধ্যাপক ড. সালাউদ্দিন বলেন,
“শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক। গবেষণায় বরাদ্দ বাড়ালে দেশের জিডিপি বাড়ে, উন্নয়ন ত্বরান্বিত হয়। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং গবেষণাকে মূলধারায় নিয়ে আসতে হবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা। সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আসফাকুর রহমান।
১১৪ বার পড়া হয়েছে