দিল্লিতে বিক্ষোভে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৭:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দলের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পার্লামেন্ট ভবনের সামনের এলাকা।
শান্তিপূর্ণ এই বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ একাধিক বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে আয়োজিত এই বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ব্যানার, পতাকা হাতে নিয়ে স্লোগান দেন এবং রাস্তায় বসে প্রতিবাদে অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা বিক্ষোভকারীদের সরিয়ে নেয়। তবে বিরোধী নেতারা একে ‘শান্তিপূর্ণ আন্দোলনে হস্তক্ষেপ’ বলে অভিযোগ করেছেন।
আটক হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। তিনি বলেন, “বাস্তবতা হলো তারা সত্য বলার সুযোগ দিচ্ছে না। এই লড়াই রাজনৈতিক নয়, এটা সংবিধান ও ‘এক মানুষ, এক ভোট’ নীতিকে রক্ষার জন্য। আমরা একটি স্বচ্ছ ভোটার তালিকা চাই।”
রাহুলের সঙ্গে আটক হন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। বিহারে নির্বাচনী বিতর্কের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে মিছিল করার সময় তাদের আটক করা হয়। এসময় প্রিয়াঙ্কা বলেন, “ওরা ভয় পেয়েছে। সরকার কাপুরুষের মতো আচরণ করছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী জোটের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার অভিযোগ আরও জোরালো হয়েছে।
২৫৮ বার পড়া হয়েছে