সর্বশেষ

জাতীয়

রাজধানীতে তীব্র যানজট, জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন সড়কে আজ সকাল থেকেই তীব্র যানজট দেখা গেছে। দিনভর চলা রাজনৈতিক কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সড়কের বেহাল অবস্থার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আজ সায়েন্স ল্যাব এলাকায় সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পাশাপাশি নয়াপল্টনে রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। এর সঙ্গে ছুটির পরদিন হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দও যানজটের অন্যতম কারণ।”

আজ দুপুর পৌনে একটার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। প্রায় আধ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় এলাকাজুড়ে যানজট তৈরি হয়। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, “শিক্ষার্থীরা আধ ঘণ্টা পর সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।”

অন্যদিকে, বিএনপির ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় র‍্যালিকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় যানজট আরও তীব্র হয়। দুপুর তিনটার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়।

এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বাড্ডায় সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে। ‘ভারতীয় দূতাবাস ঘেরাও’ কর্মসূচির অংশ হিসেবে তারা বাড্ডা, মেরুল বাড্ডা, হোসেন মার্কেট ও রামপুরা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটায়। এতে এসব এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকলে এমন পরিস্থিতি ভবিষ্যতেও পুনরাবৃত্তি ঘটতে পারে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন