তেল বাণিজ্যে ক্ষুব্ধ ট্রাম্প, ২৪ ঘণ্টায় ভারতকে আসন্ন বিপদের হুমকি

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের পণ্যে "উল্লেখযোগ্য" হারে শুল্ক আরোপ করা হতে পারে।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীন। তার ভাষায়, "ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের কাছ থেকে খুব কমই পণ্য কেনে, অথচ আমরা তাদের কাছ থেকে প্রচুর আমদানি করি। এজন্যই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। কিন্তু আমি মনে করি এই হার আরও বাড়ানো উচিত।"
তিনি আরও বলেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষোভ বাড়ছে। ট্রাম্পের দাবি, ভারতের এই সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে, যা বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।
এর আগে সোমবার, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন যে, ভারতের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে। এটি এমন এক সময় ঘোষণা এলো, যখন ৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে নতুন পাল্টা শুল্কনীতি কার্যকর হতে যাচ্ছে।
এদিকে, ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, "ভারতকে অযথা নিশানা করা হচ্ছে। রাশিয়া থেকে তেল আমদানি একান্তই অর্থনৈতিক প্রয়োজনের বিষয়। অতীতে যুক্তরাষ্ট্রই পরোক্ষভাবে এই পদক্ষেপকে উৎসাহিত করেছিল, যাতে বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।"
বিশেষজ্ঞদের মতে, এই উত্তেজনা আগামী দিনে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ওপর নতুন প্রভাব ফেলতে পারে।
১৬৭ বার পড়া হয়েছে