উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)। শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে স্বপ্ন সুপার শপের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশির সময় একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়ি থেকে আনোয়ারকে গ্রেফতার করা হয়। তার গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে রাজধানীর উত্তরা এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
১২৫ বার পড়া হয়েছে