সাহিত্য
কে যেন বলেছিলো,
সস্তায় কেনা সার্টিফিকেট

লাকি জাদু
শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কে যেন বলেছিলো,
বস্তাপঁচা সস্তায় কেনা -
আজকালকার সার্টিফিকেট!
জ্ঞান না থাকলেও,
ঢের আছে কতগুলো কাগজের বড়াই।
সেখানে নীতি-নৈতিকতা, শিক্ষা,
মূল্যবোধের বালাই টুকুও নাই।
নামের আগে পিছে নানা-তকমা
অমুক-তমুকের ভীড়ে
পরিবারের দেওয়া নামই ম্লান
যুক্ত হয় কত উপমা!
এই যেমন হাজী, এডভোকেট,
ডাক্তার, অধ্যাপক
গায়ে জড়ানো ভূষণগুলো
বড্ড অহম, চড়া মূল্য।
তবে, সে যাই হোক,
পরিচয়ে তো বেশ গুণীজন
পাড়ার লোকের মুখে মুখে প্রচলন,
দুচার লাইন বলতে দিলে
ঘণ্টা পেরোয় তকমা গিলে
নাম-ধাম আর উপাধিতে।
১৪৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর