গুলশানে চাঁদাবাজির মামলায় আরেক আসামি অপু গ্রেপ্তার

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় আওয়ামী লীগের সাবেক নারী সংসদ সদস্যের বাসায় হামলার মামলার অন্যতম পলাতক আসামি জানে আলম ওরফে গৌরব অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (১ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পুরান ঢাকার ওয়ারী এলাকা থেকে অপুকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, জানে আলম অপু গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক এবং গুলশানে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি।
গত ২৬ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। ওই দিনই শাম্মীর স্বামী আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলায় জানানো হয়, চাঁদা দাবির সময় অপু ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। পরে তাকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে আসছিল।
মামলায় অন্যান্য আসামিরা হলেন—গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য রাজ্জাজ বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড বর্তমানে চলমান।
চাঁদাবাজির এই ঘটনায় ডিবির পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য কোনো সংযোগ বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
১১৯ বার পড়া হয়েছে