জি এম কাদেরের দলীয় কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত।
একইসঙ্গে তিনি যে কয়েকজন শীর্ষ নেতা ও প্রেসিডিয়াম সদস্যকে বহিষ্কার করেছিলেন, তাদের বহিষ্কার আদেশও স্থগিত করে পুনরায় স্বপদে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এ আদেশের ফলে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার পুনরায় দায়িত্ব পালন করতে পারবেন।
বুধবার (৩০ জুলাই) মামলার শুনানি শেষে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। মামলাটি করেছিলেন জাতীয় পার্টির সদ্য অব্যাহতি পাওয়া ১০ জন সাবেক শীর্ষ নেতা। তারা আদালতের কাছে দাবি জানান, জি এম কাদের যেন চেয়ারম্যান হিসেবে দলীয় কার্যক্রম চালাতে না পারেন।
এর পরদিন বৃহস্পতিবার (৩১ জুলাই) দলের দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।
১২৩ বার পড়া হয়েছে