আন্তর্জাতিক

নিউইয়র্ক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ১৫ পশ্চিমা দেশের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউইয়র্কে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ।

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক’ রূপরেখা পুনরায় কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

সম্মেলনের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, “আমরা সম্মিলিতভাবে জানাচ্ছি—ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আমরা এবং যারা এখনও দেয়নি, তাদেরও আহ্বান জানাচ্ছি।”

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই পথে হাঁটার বার্তা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা ১৫ দেশের মধ্যে রয়েছে ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে ও ফিনল্যান্ড। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে অন্তত ৯টি দেশ এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে তারা জানিয়েছে, বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড।

এ সম্মেলনে অংশ নেওয়া ইইউ, আরব লিগ ও আরও ১৭টি দেশ গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসকে শাসন ত্যাগ ও অস্ত্র পরিহারের আহ্বান জানিয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন