আসন পুনর্বিন্যাস: গাজীপুরে আসন বাড়ছে, বাগেরহাটে কমছে

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ১২:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোটার সংখ্যার তারতম্যের ভিত্তিতে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “ভোটার সংখ্যার ভিত্তিতেই সীমানা পুনঃনির্ধারণের এই প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে ভোটার বেশি, সেখানে অতিরিক্ত আসন যুক্ত হবে। আর যেখানে ভোটার কম, সেখান থেকে আসন হ্রাস পাবে।”
কমিশনার আরও জানান, সংবিধানের ১১৯ থেকে ১২৪ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের ওপর সীমানা নির্ধারণের দায়িত্ব অর্পিত। এই কাজের অংশ হিসেবে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে, যারা নানা পরিমাপক বিষয় বিবেচনায় নিয়ে সুপারিশ করেছে। সীমানা নির্ধারণে ২০২২ সালের জনশুমারির কিছু তথ্যও ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, আসন পুনর্বিন্যাসের এই প্রক্রিয়াটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
১২৭ বার পড়া হয়েছে