পাবনা কলেজে আধুনিক শিক্ষা ও প্রযুক্তি ব্যবহারে দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৮:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা কলেজে মঙ্গলবার (২৯ জুলাই) আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষায় প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শিক্ষাদানে যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পাবনা কলেজের ব্যবস্থাপনায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুবচন’ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জু. হা. মোহাম্মদ আতিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম বাবু, যিনি শিক্ষকদের শিক্ষাদানে নিবেদিত মনোভাব বৃদ্ধি ও আসন্ন এইচএসসি ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে অতিরিক্ত যতœবান হওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজ ইকবাল পিএইচডি, যিনি প্রজেক্টর প্রেজেন্টেশনের মাধ্যমে কর্মশালার মূল বিষয়বস্তু তুলে ধরেন। পাশাপাশি সুবচন’র আহবায়ক ও পাবনা কলেজের উপাধ্যক্ষ মোঃ রাশেদ হোসেন ফারুক বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা নতুন শিক্ষা কৌশল ও প্রযুক্তির সংযোজন নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করায় খুশি হন। তারা জানিয়েছেন, এই কর্মশালা তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
উপস্থিত শিক্ষকরা প্রশিক্ষণ শেষে কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে অভিনন্দন লাভ করেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সুবচন’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক ইয়াদ আলী মৃধা পাভেল।
১৩৩ বার পড়া হয়েছে