রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত সেতুতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙ্গামাটির সিম্বলখ্যাত ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় পানিতে ডুবে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে সেতুর বিভিন্ন অংশে পানি প্রায় ৬ ইঞ্চি থেকে তার চেয়ে বেশি পর্যন্ত জমে গেছে। এতে করে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ সেতুতে যেকোনো ধরনের দর্শনার্থী চলাচল নিষিদ্ধ করেছে।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাপ্তাই হ্রদের পানি ঝুলন্ত সেতুর উপরে উঠে আসায় নিরাপত্তার স্বার্থে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেতুতে পর্যটকদের চলাচল নিষেধাজ্ঞা দিয়েছি। পানি না নামা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”
১৯৮৬ সালে নির্মিত রাঙ্গামাটির ৩৩৫ ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি দুই পাহাড়ের মধ্যে দুটি পিলারে ভর করে স্থাপিত। এটি দেশের অন্যতম দর্শনীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এবং কাপ্তাই হ্রদের নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে পর্যটকদের আকর্ষণ করে থাকে। তবে কাপ্তাই হ্রদের পানি ১০৪ থেকে ১০৫ মিটার সাগরের স্তরের (MSL) মধ্যে পৌঁছালে সেতুটি পানিতে ডুবে যায়।
পর্যটন কর্পোরেশন আশা প্রকাশ করেছে, দ্রুত পানি নেমে গেলে দর্শনার্থীরা আবার সেতুটি ঘুরে দেখতে পারবেন।
১৩৩ বার পড়া হয়েছে