সারাদেশ
গাজী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সদস্য কাজী সাইফুলের বাবা কাজী আকমল হোসেন আর নেই।
গাজী টেলিভিশনের সাংবাদিক কাজী সাইফুলের বাবার ইন্তেকাল

কুমারখালী প্রতিনিধি
বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সদস্য কাজী সাইফুলের বাবা কাজী আকমল হোসেন আর নেই।
বার্ধক্যজনিত কারণে তিনি আজ রাত ১টা ৩০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর কুমারখালী দুর্গাপুর গোরস্থান ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
কাজী সাইফুলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর সিদ্দীক এবং সাধারণ সম্পাদক রনজক রিজভী। এছাড়া স্থানীয় সাংবাদিক নেতৃবন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর