জাতীয়

পুরো জুলাই-আগস্ট মাসেই সতর্ক অবস্থানে থাকবে পুলিশ : আইজিপি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ১১ দিনব্যাপী ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সময়কে ঘিরে সম্ভাব্য সংঘবদ্ধ সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের সব ইউনিটে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, পুরো জুলাই ও আগস্ট মাস জুড়েই সতর্ক অবস্থানে থাকবে পুলিশ বাহিনী। তবে ১১ দিনের নির্দিষ্ট সময়কাল নিয়ে তার কাছে আলাদা কোনো নির্দেশনা নেই বলেও জানান তিনি।

এদিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ২৮ জুলাই দেশের সব জেলা ও মহানগর পুলিশ ইউনিটে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে 'বিশেষ গুরুত্বপূর্ণ' বিবেচনায় নেওয়া হচ্ছে। এই সময়ে দেশে-বিদেশে সক্রিয় সরকারবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী গোষ্ঠীগুলো অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার শঙ্কা
গোয়েন্দা সংস্থাগুলোর মতে, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারায় একটি বড় রাজনৈতিক দল ও তাদের সহযোগীরা গোপনে সহিংস পরিকল্পনায় লিপ্ত রয়েছে। তারা সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও তথ্য রয়েছে।

এসবি’র চিঠিতে বলা হয়েছে, "ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান" উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে, এবং এ সুযোগে সরকারবিরোধী গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাতে পারে।

নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা
এই প্রেক্ষাপটে দেশের সব পুলিশ ইউনিটকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা তৎপরতা তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নির্দেশনায় রয়েছে—

মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি
বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরের আশপাশে নজরদারি
মোবাইল প্যাট্রোল ও সাইবার প্যাট্রোলিং বৃদ্ধি
গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ও গোয়েন্দা নজরদারির বিস্তৃতি
‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তোলার অভিযোগ
পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, মাঠ পর্যায়ে অনুপস্থিত থাকলেও কিছু সংগঠনের নেতাকর্মীরা অনলাইনে ‘ভার্চুয়াল স্কোয়াড’ গড়ে তুলেছে। ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। তাদের কঠোর হাতে দমন করা হবে।”

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন