ধামরাইয়ে ইট ভাটা শ্রমিক সরদারের ৮ লাখ টাকা ছিনতাই

সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ২:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রকাশ্য দিবালোকে এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সিকু ইটভাটার শ্রমিক সরদার মো. কামাল হোসেনের কাছ থেকে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুট করে পালিয়ে গেছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৮ জুলাই) দুপুরে। ভুক্তভোগী কামাল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তিনি ধামরাইয়ের ঘোড়াকান্দা এলাকায় অবস্থিত সিকু ইটভাটায় শ্রমিক সরদার হিসেবে কর্মরত।
কামাল হোসেন জানান, তিনি ডাচ্ বাংলা ব্যাংকের কালামপুর শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলনের পর মোটরসাইকেলে করে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। ছিনতাইকারীরা গাড়ি চাপা দেওয়ার হুমকি দিয়ে তাকে থামায় এবং পরে অস্ত্রের মুখে জোরপূর্বক তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।
টাকার পরিমাণ সম্পর্কে কামাল হোসেন বলেন, “৫০০ টাকার ৬টি বান্ডেলে ছিল ৩ লাখ, ১০০০ টাকার তিন বান্ডেলে ৩ লাখ এবং বাকি ২ লাখ ছিল ১০০ ও ২০০ টাকার বান্ডেলে।”
ঘটনার পরপরই তিনি ধামরাই থানায় অভিযোগ করেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার সুলতান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
১৫৯ বার পড়া হয়েছে