চাইলেই কি?

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাইলেই কি পারে পাখি যেতে উড়ে
চাইলেই কি বিপদ তোমার যাবে সরে
চাইলেই কি এড়ানো যাবে মরণ
রুখে দিবে একদিন অচেনা য় গমন!
চাইলেই কি হওয়া যায় সফল
মহাবিশ্ব মহাকাল ঘিরে অসফল!
চাইলেই কি জেতা যায় দেহ মনের যুদ্ধ
শরীর মন আত্মা প্রাণ যখন বিরুদ্ধ!
চাইলেই কি ছিনিয়ে আসে মুক্তি আর জয়
যখন জন্ম মৃত্যু আর ইহলোক এক পরাজয়!
চাইলেই কি পরাভূত হবে কষ্ট গ্লানি বেদনা
সয়ে যাবে যাতনা , পরে রবে আরাধনা! মুক্তির আকাঙ্ক্ষা
মঈনুল রনি
মুক্তি চাই গ্লানি আর হতাশা থেকে
মুক্তি হউক অরাজকতা আর অশান্তি হতে
রক্ষা চাই দুঃখ কষ্ট আর হিংসা থেকে
পরিত্রাণ চাই অসহায়ত্ব দুশ্চিন্তা আর কুচিন্তা হতে।
আলো চাই সমাজ সংস্কৃতি সভ্যতায়
বিকাশ আর প্রকাশ চাই মেধা মননে চিন্তায়
সুস্থতা চাই মহাবিশ্বের,মহাকালের
অপেক্ষায় রই নব সকালের।
ছড়িয়ে যাক সহমর্মিতা, সহযোগিতা,উদারতা
বিলুপ্ত হোক সংকীর্ণতা ,কুটিলতা
প্রকাশ পাক শালীনতা উপকারিতা
জীবিত থাকুক মায়া মমতা ভালোবাসা।
থেমে যাক সন্ত্রাস তাণ্ডব যুদ্ধ
অপরাধী আর অপরাধ হউক অবরুদ্ধ
নিঃশেষ হোক পাপাচার অবিচার অনাচার
মুক্তি পাক সুন্দর পৃথিবী,শুরু হউক শেষ বিচার।
১২২ বার পড়া হয়েছে