সর্বশেষ

জাতীয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরল শরিফ ওসমান হাদির মরদেহ
দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের, ট্রাভেল পাস হাতে পেলেন
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
রাজনীতি

নির্বাচনকে ভয় পেলে রাজনীতিতে থাকার কোনো অধিকার নেই: আমীর খসরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তা ভয় পায়, তাদের রাজনীতির প্রয়োজন নেই।

তারা চাইলে প্রেসার গ্রুপ বা এনজিও হিসেবে কাজ করতে পারে, কিন্তু রাজনীতির দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার অধিকার নেই। তিনি বলেন, “রাজনীতিও করবেন, আবার নির্বাচনে অংশ নেবেন না — এটা চলতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা অনুচিত।”

রোববার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই সভাটি জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল।

আমীর খসরু বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যেসব দেশে গণঅভ্যুত্থানের পর নির্বাচন বিলম্বিত হয়েছে, সেখানে বিভাজন, গৃহযুদ্ধ ও রাষ্ট্রহীনতা দেখা দিয়েছে। অন্যদিকে, যারা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছে, তারা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করেছে।

তিনি আরও বলেন, “সব বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শ থাকতেই পারে, তবে জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, কিন্তু সেই মতবিরোধের মধ্যে সহনশীলতা বজায় রাখতে হবে। দ্বিমত থাকলেও সম্মান থাকতে হবে, তুমুল সংঘাত নয়।”

শেখ হাসিনার শাসনামলে মানুষের মনস্তত্ত্ব পরিবর্তিত হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, যারা এই পরিবর্তনকে উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পরিবর্তনকে জনগণের সঙ্গে নিয়ে আসাই সময়ের দাবি।

বিএনপির এই নেতা আরো বলেন, “আমার কথা না শুনলে নির্বাচনে যাব না—এমন মনোভাব অগণতান্ত্রিক এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর। পূর্বে শেখ হাসিনার কথা অক্ষরে অক্ষরে মানতে হতো, কোনো অধিকার ছিল না আমাদের।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন