সর্বশেষ

জাতীয়সিঙ্গাপুরে হচ্ছে না শরিফ ওসমান হাদির প্রথম জানাজা
শাহবাগের কর্মসূচি স্থগিত, বাংলামটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিল
বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
হাদির হত্যা প্রতিবাদে সকালেও শাহবাগে ঢল, স্লোগানে উত্তাল রাজধানী
আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
হাদির মৃত্যুতে সারাদেশে বাদ জুমা দোয়া ও কফিন মিছিল
হাদি হত্যার প্রতিবাদে নড়াইল ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাএমবাপের জোড়া গোলে তালাভেরার বিপক্ষে হাড্ডাহাড্ডি জয়
জাতীয়

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ, নিয়ন্ত্রণে ব্যর্থতা কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৬:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন দেশের প্রায় সব এলাকার মানুষ। ঢাকাকেন্দ্রিক এই রোগ এক সময় সীমিত থাকলেও এখন তা বিস্তৃত হয়েছে গ্রাম ও শহরের নানা প্রান্তে।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২৫ জন এবং মারা গেছেন ৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ে মৃতদের মধ্যে ৫২.৯ শতাংশ পুরুষ এবং ৪৭.১ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮.৬ শতাংশ এবং নারী ৪১.৪ শতাংশ। সিটি করপোরেশন এলাকায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০ জন হলেও বাকিদের অবস্থান কর্পোরেশনের বাইরের এলাকায়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ ২৫ বছর ধরে ডেঙ্গুর প্রকোপ থাকলেও কার্যকর ও বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বর্ষাকাল দীর্ঘ হওয়ায় বাংলাদেশে এডিস মশা নিয়ন্ত্রণ কঠিন নয় বলেও মনে করেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব গবেষণাগারের অধ্যাপক ড. কবিরুল বাশার জানান, তারা একটি ফোরকাস্টিং মডেল তৈরি করেছেন যা মশার ঘনত্ব ও ডেঙ্গুর বিস্তার পূর্বাভাস দিতে সক্ষম। তবে তা বাস্তবায়নে সরকারি কোনো অগ্রগতি নেই। তাঁর মতে, শুধুমাত্র সিটি করপোরেশনেই নয়, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ পর্যায়েও মশক নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা জরুরি।

কীটতত্ত্ববিদ ড. জিএম সাইফুর রহমান বলেন, "সিঙ্গাপুর-মালয়েশিয়ার মতো দেশে বর্ষাকাল দীর্ঘ হলেও তারা এডিস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। বাংলাদেশেও তা সম্ভব, যদি বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হয়।"

এদিকে স্থানীয় সরকার সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত মো. শাহজাহান মিয়া বলেন, "সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পরিস্থিতি আগের বছরের তুলনায় ভালো। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে, যারা প্রয়োজনে মশক নিয়ন্ত্রণে কাজ করতে পারে। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। সরকার টেকসই কাঠামো গড়ার বিষয়ে ভাবছে।"

জনস্বাস্থ্য বিশ্লেষক ডা. মুশতাক হোসেন বলেন, "করোনাকালে যেভাবে মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ হয়েছিল, ডেঙ্গু নিয়ন্ত্রণেও তেমন সমন্বয় জরুরি। ডেঙ্গু নিয়ে অবহেলা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।"

বিশেষজ্ঞদের অভিমত, সরকারের উদ্যোগ যতটা কাগজে-কলমে রয়েছে, মাঠপর্যায়ে তা বাস্তবায়ন না হওয়ায় এডিস মশার বিস্তার বাড়ছেই। কার্যকর পরিকল্পনা, জনবল নিয়োগ, প্রযুক্তিনির্ভর পূর্বাভাস এবং স্থানীয় সরকার পর্যায়ে সক্ষমতা গড়ে তোলা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।

২৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন