জাতীয়
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনেই ২০২১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ২০২১টি মামলা

স্টাফ রিপোর্টার
বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনেই ২০২১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ৩০৪টি যানবাহন ডাম্পিং এবং ১৫৭টি যান রেকার করা হয়েছে। ডিএমপি জানায়, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ কমাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে আইন ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে মামলা, জরিমানা ও যানবাহন অপসারণের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ।
ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এই অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলবে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর