বিশ্ব সূচকে বাংলাদেশের পাসপোর্ট তিন ধাপ এগিয়েছে

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লন্ডন থেকে প্রকাশিত সর্বশেষ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের অবস্থান তিন ধাপ উন্নীত হয়ে এখন ৯৪তম স্থানে এসেছে।
গত বছরের তুলনায় বাংলাদেশের পাসপোর্টের র্যাংকিং উন্নত হলেও একই অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘর্ষবিধ্বস্ত ফিলিস্তিন ও আফ্রিকার ইরিত্রিয়া।
সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৩৯টি দেশে প্রবেশ করতে সক্ষম। এই উন্নতি দেশের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগকে বৃদ্ধি করেছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যেখানে পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া প্রবেশের সুবিধা ভোগ করেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জাপান-দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স ও জার্মানি।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত এই তালিকা বিশ্বব্যাপী পাসপোর্টের ক্ষমতা ও ভিসা সহজলভ্যতার ভিত্তিতে তৈরি করা হয়।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশের এই উন্নয়ন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও ভ্রমণ সুবিধার ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবে গণ্য করা হচ্ছে।
১৩১ বার পড়া হয়েছে